ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

সপরিবারে ভোট গণনা কেন্দ্রে টিউলিপ

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৫
সপরিবারে ভোট গণনা কেন্দ্রে টিউলিপ সপরিবারে ভোট গণনা কেন্দ্রে হাস্য‌জ্জ্বল টিউলিপ / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনের ভোট গণনা কেন্দ্রে এসেছেন টিউলিপ সিদ্দিক।  

স্থানীয় সময় রাত ১টায় মা ছাড়াও স্বামী ক্রিস পার্সি, ভাই রেদোয়ান সিদ্দিক ববি, বোন রূপন্থী ও রাজনীতিক আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট গণনা কেন্দ্রে ঢোকেন টিউলিপ।

এসময় তাকে হাস্যজ্জ্বল দেখাচ্ছিল।

কেন্দ্রে ঢোকার পথে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চান। এসময় তার পরিশ্রমী নির্বাচনী এজেন্টদের খোঁজ খবর নিয়ে এরপর কথা বলবেন বলে সাংবাদিকদের প্রতিশ্রুতি দেন তিনি। এরপরই ভোট গণনা কেন্দ্র ঘুরে ঘুরে দলের এজেন্টদের সঙ্গে কথা বলেন টিউলিপ।

টিউলিপের আসন হ্যামস্টেড-কিলবার্নে ভোট পড়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ।

তার ভোট গণনার ধরনে ভোর ৫/৬টার আগে চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিকরা টিউলিপের জন্য অপেক্ষা করছিলেন।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসআই

** ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
** ভোট কেন্দ্রে আত্মপ্রত্যয়ী রোশনারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ