ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

লন্ডনে বিশৃঙ্খলার দায়ে বিএনপির ৩ কর্মী আটক

লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
লন্ডনে বিশৃঙ্খলার দায়ে বিএনপির ৩ কর্মী আটক

লন্ডন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ত্যাগের সময় হোটেল হিল্টন অন পার্কলেইনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১৭ জুন) বিএনপির কিছু কর্মী হোটেলের সামনে শেখ ‍হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টাকালে একপর্যায়ে উশৃঙ্খল হয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে এবং হাতকড়া পড়িয়ে তিন জনকে আটক করে নিয়ে যায়।



তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের জামিনের বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে,  ৬ দিনের ব্যক্তিগত সফর শেষে স্থানীয় সময় সাড়ে ছয়টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেটের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ