ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

তারেকও যাচ্ছেন না সৌদি আরব!

স্পেশাল করেসপন্ডেন্ট, লন্ডন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
তারেকও যাচ্ছেন না সৌদি আরব! বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

লন্ডন: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও যাচ্ছেন না সৌদি আরব। বুধবার যুক্তরাজ্য বিএনপি'র একটি বিশ্বস্ত সূত্র এমনটিই আভাস দিয়েছে বাংলানিউজকে।



তার মা ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে একত্রে ওমরাহ পালনের লক্ষে্য বুধবার সৌদি আরবের উদ্দেশ্যে লন্ডন ছাড়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জানা যায় তিনি যাচ্ছেন না।

তবে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এম এ মালেক।

বুধবার তারেক রহমানের সৌদি যাত্রা সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি অবশ্য স্পষ্ট কিছু বলেননি বাংলানিউজকে।

তিনি বলেন, 'আজ (বুধবার) রাতে তার (তারেক রহমানের) সাথে দেখা হলে তিনি সৌদি আরব যাচ্ছেন কি না তা জানা যাবে। যদি যান তাহলে হয়তো আগামীকাল (বৃহস্পতিবার) যেতে পারেন।

তবে অন্য একটি বিশ্বস্ত সূত্র জানায় মা খালেদা জিয়া যাবেন না বলেই তারেকও তার যাত্রা বাতিল করেছেন।
 
তবে অন্য আরেকটি সূত্র জানায়, ভিসা জটিলতার কারণে এমনিতেও সৌদি যেতে পারতেন না তারেক।

বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সৌদি আরবের ভিসা পাননি বলেই নিশ্চিত করে সূত্র।  

এদিকে, তারেক রহমানের সৌদি আরব যাওয়া না যাওয়া নিয়ে ধুম্রজাল ও তার মা বেগম খালেদা জিয়ার সৌদি সফর বাতিলের খবরে কমিউনিটির রাজনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রশ্ন উঠছে মায়ের কারনে ছেলের, নাকি ছেলের কারনে মার সৌদি আরব যাওয়া বাতিল হলো।

এর মধ্যে রাজনৈতিক কোন কারন জড়িত কি না? নাকি স্রেফ পারিবারিক?  সে প্রশ্নও উঠেছে লন্ডনের দলীয় নেতাকর্মীদের মধ্যে।

বাংলাদেশ সময় ১৯৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ