ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

ব্রিটেনে ঈদুল আজহা উদযাপিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ব্রিটেনে ঈদুল আজহা উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।



লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইলেন্ড পার্কসহ বিভিন্ন স্থানে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে সকাল ৮টা থেকে শুরু করে একঘণ্টা পরপর বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঈদ জামাত হয়।

বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বাংলাদেশিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের দিন এক আলাদা আমেজ বিরাজ করছিল।

‍পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মতো।

রং-বেরংয়ের পোশাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের আনাগোনা, আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ানোর মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

এ দিকে দেশের মতো এখানেও অনেক বাংলাদেশি মুসলমান কোরবানি আদায় করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পররাষ্ট্রমন্ত্রী (ফরেন সেক্রেটারি) ফিলিপ হ্যামন্ড মুসলিম সম্প্রাদায়ের লোকজনকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় বর্তমানে লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ