ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান রওশনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান রওশনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা  রওশন এরশাদ।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির সামগ্রিক স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন।

সংসদে বিরোধীদল মানেই বিরোধীতা করা নয়, সরকার যে কাজ গুলো ভালো করছে, তা আমরা সাপোর্ট করছি, আর যেখানে বিরোধীতা করা দরকার সেখানে জাতীয় পার্টি ঠিকই বিরোধী দলের ভূমিকা পালন করছে।

রোববার( ১ নভেম্বর) যুক্তরাজ্য জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

রওশন বলেন, এই ইউরোপে ২০০ বছরের যুদ্ধের ইতিহাস রয়েছে। ২০০ বছর একে অন্যের মধ্যে হানাহানি বিবাদ ছিলো। আজকে উন্নয়নের স্বার্থে সব বিবাদ ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। তারা যদি পারে আমরা কেন পারবো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামসুল হক ও পরিচালনায় ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেইন।

 রওশন আরও বলেন, কোনো কারণ ছাড়াই সরকারের বিরোধীতা করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সংসদে গিয়ে একমাত্র জাতীয় পার্টি দুইটি বাজেট পাস করেছে। অতীতে যারা ছিলো তারা অনেকেই ষড়যন্ত্রে ছিলো, দেশের উন্নয়নে বিরোধী দল হিসেবে তাদের কোনো ভূমিকা ছিলো না।

অনুষ্ঠানে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য জাতীয় পার্টির কো অডিনেটর সেলিম উদ্দিন এমপিকেও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম পাটওয়ারি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার রাজীব আহমদ, জাতীয় পার্টির নেতা সাজ্জাদুর রহমান পাভেল, উপদেষ্টা আনোয়ার হুসেন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি খন্দকার ফিরোজ আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ