ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লন্ডন

জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকে’র কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকে’র কমিটি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহান।

এছাড়া, কোষাধ্যক্ষ হয়েছেন মাওলানা মো. আব্দুল কুদ্দুস, আর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হয়েছেন মো. আতিকুর রহমান চৌধুরী।

বুধবার (১৮ নভেম্বর) লন্ডনের নিউ রোডের একটি মিলনায়তনে অ্যাসোসিয়েশনের ২০১৫-১৭ মেয়াদী এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী আজাদ, কমর উদ্দিন চৌধুরী পাপলু, আবদুল আউয়াল হেলাল, মাযহার মহসিন, জয়নাল আবেদিন চৌধুরী ও জুবের লস্বর; যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, একেএম মাসুম; সহ-সাধারণ সম্পাদক রাসেল আলম চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী; সহ-কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী জাহেদ; সাংগঠনিক সম্পাদক আবদুল বাতিন (জকিগঞ্জ পৌরসভা-খলাছড়া ইউনিয়ন), ফারুক আহমদ (জকিগঞ্জ-সুলতানপুর ইউনিয়ন), শাহনেওয়াজ (মানিকপুর-কাজলসার), জামিল আনসারী (বারঠাকুরী-কসকনকপুর), আজাদ চৌধুরী (বারহাল-বিরশ্রী); প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান চৌধুরী; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন; মেম্বারশিপ সম্পাদক মো. হারুন রশীদ, আরিফ আহমদ; মহিলা বিষয়ক সম্পাদক তাহনাজ চৌধুরী; সহকারী মহিলা বিষয়ক সম্পাদক রুলি চৌধুরী; শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ সালা উদ্দিন; সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফুরকান এম হাসান রাসেল; ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন; সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত মুকুল; অফিস সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হামিদ উদ্দিন; নির্বাহী সদস্য হারুন চৌধুরী, মাওলানা আব্দুর রব, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও ডা. এনায়েত চৌধুরী পিন্টু।

অ্যাসোসিয়েশন সভাপতি মশিউর রহমান শাহিন এক বিবৃতিতে জকিগঞ্জ প্রবাসীদের অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্যে বসবাসরতদের ঐক্যবদ্ধভাবে সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজাদ চৌধুরী বাংলানিউজকে জানান, লন্ডনে দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এই অ্যাসোসিয়েশন বিভিন্ন চ্যারিটি কাজে যুক্ত রয়েছে। জকিগঞ্জের উন্নয়ন অগ্রগতি সাধনে এর কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।   

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ