ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

শোষণমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
শোষণমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: লন্ডনে মহান মে দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় ০১ মে বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গনসমাবেশ ও গণসংগীত কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ শ্রমিক, যারা তাদের শ্রম, মেধা দিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটছে না।

মালিক ও শাসক শ্রেণীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের নিজ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করার জন্য ঐক্য বদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রাম ঘটনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে হতাহত শ্রমিকদের পুনর্বাসন, দোষীদের অবিলম্বে শাস্তি, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও ন্যায্য মজুরির দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল- যুক্তরাজ্যের আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ আলী আবিদ; পরিচালনা করেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল-যুক্তরাজ্যের সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র রাছেল স্যান্ডোর্স, ইউনাইট ইউনিয়নের চিফ অব স্টাফ এনড্র ম্যারি; ব্রিটেনের পরিবহন শ্রমিক নেতা অ্যালেক্স গরডন; লেবার পার্টির জি এল এ প্রার্থী উন্মেষ দেশাই, ব্রিটিশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথ, সিপিবি-যুক্তরাজ্যের সভাপতি ডা. আহমেদ জামান, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংগঠক ডেভিড রোসেনবারগ, প্রফেসর মেরী ডেভিস, উদীচীর কেন্দ্রীয় নেতা রফিকুল হাসান খান জিন্নাহ, পূর্ব লন্ডনে বর্ণবাদ বিরোধী যুব আন্দোলনের নেতা নাসির উদ্দিন নাজ, যুব ইউনিয়নের সভাপতি ইফতেখারুল হক পপ্লু, সাধারণ সম্পাদক নাসরিন আহমেদ মঞ্জরী, নারী দিগন্তের সাধারণ সম্পাদক নাসিমা কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ