ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

লন্ডনে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
লন্ডনে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জন্মদিন’র কেক কাটাকে কেন্দ্র করে যুক্তরাজ্য যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকায় যুবদলকর্মী সুরমান খান কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় দিনগত রাত ১২টার দিকে পূর্ব লন্ডন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দলের চেয়ারপারসনের ৭২ তম ‘জন্মদিন’র কেক কাটার সময় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সমর্থিত যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মধ্য রাতে এম এ মালেক সমর্থিত যুবদল সভাপতি রহিম উদ্দিন এবং কয়সর এম আহমেদ সমর্থিত যুবদলের সাধারণ সম্পাদক সালেহিন করিম চৌধুরী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলকর্মী সুরমান খান কিবরিয়াকে আটক করে।

এসময় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দু’জনকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র আরও জানায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন করার ১০ মাস পার হয়েছে, এখনও পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা না আসায় ক্ষোভ থেকে এ সংঘর্ষ।

এর আগে ১০, ডাউনিং স্ট্রিট কর্মসূচিতে গিয়েও সংঘর্ষে জড়িয়ে পরেছিলো কর্মী-সমর্থকরা। ওই সময় সংঘর্ষে ৩ জন আহত হন।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ