ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

লন্ডনে মানববন্ধন

‘জঙ্গিরা পরাজিত হয়েছে একাত্তরে, এবারও হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
‘জঙ্গিরা পরাজিত হয়েছে একাত্তরে, এবারও হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: ‘মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী চেতনা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। অসাম্প্রদায়িক চেতনার শক্তিতেই একাত্তরে আজকের জঙ্গিদের পূর্বসূরী রাজাকার-আলবদররা পরাজিত হয়েছিলো বাংলাদেশে।

সুতরাং, যতো শক্তিশালীই হোক, এবারও তারা পরাজিত হবে। জঙ্গিদের কোনো ঠাঁই হবে না বাংলায়’।

শনিবার (২০ আগস্ট) লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধনে এসব মন্তব্য করেন বক্তারা। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে মূল বক্তা ছিলেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফ। অতিথি বক্তা ছিলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. রফিকুল হাসান খান জিন্না ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন জাসদ নেতা মুজিবুল হক মনি, সিপিবি নেতা অ্যাডভোকেট আবিদ আলী, সুশান্ত দাসগুপ্ত, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য খসরুজ্জামান খসরু, নির্মূল কমিটির নেত্রী স্মৃতি আজাদ, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও  মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা প্রমুখ।

বক্তারা বলেন, মৌলবাদী জঙ্গি গোষ্ঠির মূল শেকড় একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির। ভবিষ্যত প্রজন্মের নিরাপদ আবাসের জন্য এ শেকড় উপড়ে ফেলতে হবে।

তারা বলেন, একাত্তরে ধর্ম ব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো বলেই মাত্র সাড়ে নয় মাসের মুক্তিযুদ্ধে এ অপশক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছিলো। জাতির জনকের কন্যার নেতৃত্বে আজ আবার সেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসএপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ