ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন: শেখ হাসিনা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন: শেখ হাসিনা  অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা। ছবি: পিআইডি

প্যারিস (ফ্রান্স): ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা জয়ী হবো।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল লা গ্র্যান্ডে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রবাসীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের পক্ষে। ভোট দেবার জন্য প্রস্তুত, তারা ভোট দেবে। কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে- সেক্ষেত্রে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে। ’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কিছু করতে পারবে না। ’

জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ওই সংবর্ধনায় যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক বৈঠক করেন। যোগ দেন ওয়ান প্ল্যানেট সামিটে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ