ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী যুব সংঘের ইফতার

কায়সার হামিদ হান্নান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
মালয়েশিয়ায় প্রবাসী যুব সংঘের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: ‘আমরা প্রবাসী যুব সংঘ’ এর উদ্যোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেট সূরাও আল মালিকে এ ইফতার অনুষ্ঠিত হয়।



ইফতার মাহফিলে রমজানের তাত্পর্য ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বয়ান করেন মাওলানা মহিউদ্দিন।

তিনি বলেন, রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাই আসুন, ফরজ এবাদত রোজা রেখে সংযমী হওয়ার শিক্ষা গ্রহণ করি। আত্মশুদ্ধি করি।

‘আমরা প্রবাসী যুব সংঘ’ এর সভাপতি হারুন অর রশিদ মিয়াজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সহসভাপতি ফিরোজ খান, যুগ্ম-সম্পাদক সমীর, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির, প্রচার সম্পাদক রানা, সহ প্রচার সম্পাদক শামিম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ পরান, ক্রিয়া বিষয়ক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক বাদল কারার, কোষাধ্যক্ষ মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ