ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশি গবেষকের কৃতিত্ব

৫-৩০ সেকেন্ডে শনাক্ত হবে ফরমালিন-মেলামিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
৫-৩০ সেকেন্ডে শনাক্ত হবে ফরমালিন-মেলামিন ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র ৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই খাবার বা পানীয়ে ফরমালিন অথবা মেলামিন আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। খাদ্যে ভেজাল শনাক্তকরণের এই চমকপ্রদ প্রক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছেন মালয়েশিয়ার পেনাংয়ের ‘ইউনিভার্সিটি স্যাইনস মালয়েশিয়া’র বাংলাদেশি গবেষক ড. মো. শফিকুজ্জামান সিদ্দিকী।



সাবাহের বাসিন্দা শফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়টির বায়োটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র লেকচারার।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন চমকপ্রদ ‍আবিষ্কারের স্বীকৃতি হিসেবে শফিকুজ্জামানকে টেকসই কৃষি উন্নয়ন বিভাগে ‘প্রস্পার.নেট-স্কোপাস ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে। একইসঙ্গে শফিকুজ্জামানকে নগদ অর্থ, সনদ, ক্রেস্ট, অ্যাইপড প্রদান করা হয়েছে।

পাশাপাশি আলেক্সান্ডার ফন হামবল্ডট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফেলোশিপও দেওয়া হয়েছে। এই ফেলোশিপে ১৮ মাস জার্মানির কোনো গবেষক দলের সঙ্গে গবেষণা কার্য চালাতে পারবেন শফিকুজ্জামান এবং তার যাবতীয় যাতায়াত ও খরচ বহন করবে ফাউন্ডেশনটি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ