ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: মালয়েশিয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের রূপ মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে একটি ১৬তলা ভবন নির্মাণে কাজ করার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।



রূপ মিয়ার ভাই ফালু মিয়া বাংলানিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রূপ মিয়া উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের দুখাই মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানিয়েছে, রূপ মিয়া গত ৬ মাস আগে জাহাজে চড়ে মালয়েশিয়া পাড়ি জমান। এরপর একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিকের কাজ নেন।

তার আকস্মিক মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রূপ মিয়ার লাশের আশায় দিন গুনছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ