ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ফের গ্রেফতার অভিযান

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
মালয়েশিয়ায় ফের গ্রেফতার অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় ফের বাংলাদেশি পল্লীতে অবৈধ শ্রমিক গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার সকাল ১১টায় হঠাৎ কোতারায়া বাংলাদেশি অধ্যূষিত এলাকায় এ অভিযান চালানো হয়।



প্রায় ৩ মাস পর ফের আকস্মিকভাবে এ অভিযান চালায় পুলিশ।

জানা যায়, গত দুই মাসে অবৈধ পথে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে অনেক শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাই বাংলাদেশি অধ্যূষিত এলাকায় কোতারায়ায় আকস্মিক এ অভিযান চালায় পুলিশ।

তবে কোতারায়া ঘুরে জানা যায়, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশিকে পুলিশ হয়রানি করছে। তবে সামান্য অর্থের বিনিময়ে তাদের ছেড়েও দেওয়া হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে প্রায় ৩ ঘণ্টা এ অভিযান চালায়। ওই এলাকার প্রতিটি দোকানে তারা তল্লাশি চালিয়েছে।

রোববারও অভিযান চালানো হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

** মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিহত

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ