ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

স্বাস্থ্যকর পণ্য নিয়ে বিডি থাই ফুড মালয়েশিয়ায়

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
স্বাস্থ্যকর পণ্য নিয়ে বিডি থাই ফুড মালয়েশিয়ায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মারদেকা স্কয়ার, কুয়ালালামপুর থেকে: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে পণ্যের প্রচারণা চালাচ্ছে বিডি থাই ফুড। কুয়ালালামপুরের দাতারন মারদেকার আন্ডারগ্রাউন্ড হলে আয়োজিত রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারে ফুড অ্যান্ড বেভারেজ পণ্য নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।


 
বিডি থাই ফুডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. ওয়াহিদ সিদ্দিক বাংলানিউজকে বলেন, মালয়েশিয়ায় কয়েক লক্ষ বাংলাদেশি রয়েছেন। এসব প্রবাসী বাংলাদেশির জন্যে দেশের একটি পণ্য হতে পারে বিডি থাই ফুড। এছাড়াও স্থানীয় বাজারেও পণ্য বিপণন করার লক্ষ্য রয়েছে আমাদের।
 
মেলায় বিডি থাই ফুডের স্টলে রয়েছে মানুষের আগ্রহ। প্রবাসী ছাড়াও স্থানীয়রাও খোঁজ খবর নিচ্ছেন বিডি থাই ফুড পণ্যের।
 
ওয়াহিদ সিদ্দিক জানান, বিডি থাই ফুডের প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে বেভারেজ হিসেবে রয়েছে- নেকটা ম্যাংগো ড্রিংক, নেকটার ড্রিংকিং ওয়াটার, নেকটার লেমন, নেকটার অরেঞ্জ, নেকটার ডিউ, নেকটার এ্যাপল এবং এনার্জি ড্রিংক সানফায়ার।
 
চকলেট পণ্যের মধ্যে রয়েছে- কাচাঁ আম, লিচু, দুধ, তেঁতুল ফ্লেভারের পণ্য। ললিপপের মধ্যে রয়েছে- ক্যারামেল ক্রীম ললিপপ, গ্রিন ম্যাংগো, অরেঞ্জ এবং স্ট্রবেরি ক্রীম ললিপপ।
 
এছাড়াও রয়েছে টফি, বম্ব চুইংগাম, স্ট্রবেরি চুইংগামসহ বিভিন্ন পণ্য।
 
ওয়াহিদ সিদ্দিক বলেন, ফিলিং লাইনের উৎপাদন ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের নিজস্ব প্রিফর্ম তৈরি ও বোতল ব্লোয়িং মেশিন ব্যবস্থা রয়েছে। বিডি থাই ফুড সব বয়সের, সব আয়ের মানুষের জন্যে স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ।
 
** সারা বিশ্বে দ্রুত লেনদেনে ইউএই এক্সচেঞ্জ
** কুয়ালালামপুরে জমজমাট রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মেলা

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ