ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশি হত্যায় ২ মালয়েশীয় কর্মকর্তা অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
বাংলাদেশি হত্যায় ২ মালয়েশীয় কর্মকর্তা অভিযুক্ত

ঢাকা: আটক এক বাংলাদেশি হত্যায় মালয়েশিয়ার দুই ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন স্থানীয় একটি আদালত।

শুক্রবার (২১ নভেম্বর) ম্যাজিস্ট্রেট নিক মোহাম্মদ তারমিজি নিক মোহাম্মদ শুকরির আদালত এ অভিযোগ গঠন করেন।



আবু বকর সিদ্দিক (৪৫) নামে ওই বাংলাদেশি হত্যায় ইমিগ্রেশনের বিভাগের কর্মকর্তা আমিনুদ্দিন ইয়াসিন ও জহায়রুল ইফেন্দি জুয়ালকাফলির বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদন মতে, হেফাজতে থাকাবস্থায় আবু বকর কুয়ালালামপুরের কমপ্লেক্স কেডিএনে ইমিগ্রেশন বিভাগের রান্না ঘরে খুন হন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিনুদ্দিন ও জহায়রুলকে আটক করা হয়।

মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর ধার্য করেছেন ম্যাজিস্ট্রেট নিক মোহাম্মদ।

মামলার কার্যক্রমে রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর বদিউজ জামান আহমদ। আসামিপক্ষে ছিলেন রহমতউল্লাহ বাহারুদীন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ