ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার সঙ্গে চার চুক্তি

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
মালয়েশিয়ার সঙ্গে চার চুক্তি

পারদানা স্কয়ার (পুত্রজায়া) থেকে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিবতুন আবদুল রাজাক এর উপস্থিতিতে দেশ দুটির মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ার পারদানা স্কয়ারে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



এ সময় দুই দেশের মধ্যে ভিসা সহজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশ দুটির মধ্যে জনশক্তি রপ্তানির বিষয়েও ২০১২ সালে গৃহীত সমঝোতা স্মারকের সংশোধনী এনে প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া পর্যটন বিষয়ে একটি এবং শিল্প-সংস্কৃতি ও ঐহিত্য বিনিময় বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আগে মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিতে পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

সেখানে সেনাবাহিনীর গার্ড অব অনার ও তাকে অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিবতুন আবদুল রাজাক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জইনুদ্দিন, মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার একেএম আতিকুর রহমান।
 
বাংলাদেশ সময় বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

** পারদানা স্কয়ারে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা
** পারদানা স্কয়ারে শেখ হাসিনা
**বাংলাদেশ হবে সবার বিনিয়োগের গন্তব্য
** বুধবার চুক্তি সমঝোতা-স্মারক-যৌথ ইশতেহার
**‘ভূতের পিছ পা বিএনপি জামায়াতের !’
** মাহাথিরকে বাংলাদেশে আমন্ত্রণ
** লাল-সবুজ পতাকায় সেজেছে কুয়ালালামপুর
** বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের আবাসন বানাবে মালয়েশিয়া
** মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী
** পুত্রজায়ায় হাসিনা-রাজাক বৈঠক বুধবার
** ভাড়াবিহীন বাসে ওয়াইফাই ও এসি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ