ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া প্রবাসী শিক্ষার্থীদের বিজয় দিবস উদযাপন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
মালয়েশিয়া প্রবাসী শিক্ষার্থীদের বিজয় দিবস উদযাপন

মালয়েশিয়া: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন উদযাপন করেছে মহান বিজয় দিবস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মালয়েশিয়া বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট  মোহাম্মদ মহিউদ্দিন মাহী, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রবিউল ইসলামসহ মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা।



অন্যদিকে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া   বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিএসআই অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ওপর প্রদর্শনী, ডকুমেন্টারিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি, অভিনয় ও নাচের মাধ্যমে শতাধিক বিদেশি দর্শকদের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার ডেপুটি ডিরেক্টর এমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, সুদান, নাইজেরিয়া স্টুডেন্ট সোসাইটির কান্ট্রি চ্যাপ্টারের প্রেসিডেন্টরা।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার ইউনিভার্সিটি টেকনোলজি, মালয়েশিয়ার ডেপুটি ডিরেক্টর এমা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট রাইয়ান জাফর খান। বাংলাদেশের অর্ধশতাধিক ছাত্র-শিক্ষকসহ শতাধিক দর্শকের উপস্থিতিতে বিজয় দিবসের অনুষ্ঠানটি উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ