ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

জানাজা শেষে ফের হিমঘরে কোকোর লাশ

কায়সার হামিদ হান্নান ও মাহমুদ খায়রুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
জানাজা শেষে ফের হিমঘরে কোকোর লাশ ছবি: কায়সার হামিদ হান্নান ও মাহমুদ খায়রুল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর থেকে:  জানাজা শেষে পুনরায় ইউনিভার্সিটি অব মালায়ার হিমঘরে নেয়া হয়েছে মরহুম আরাফাত রহমান কোকোর মরদেহ।

স্থানীয় সময় রোববার বাদ জোহর দুপুর ‍আড়াইটায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জাতীয় মসজিদে (মসজিদে নেগারা) অনুষ্ঠিত হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জানাজা।

এতে ইমামতি করেন জাতীয় মসজিদের প্রধান ইমাম।  

জানাজায় অংশ নেন খালেদা জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক ‍আলী ফালু, খুলনার সাবেক এমপি অালী আজগর লবী সহ স্থানীয় প্রবাসী বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী।

রোববার কোকোর জানাজায় অংশ নিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কুয়ালালামপুরে আসেন। প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর থেকেও আসেন অনেকে।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১২টায় (মালয়েশিয়া সময় দুপুর ২টা) কুয়ালালামপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরেই থাকতেন তিনি।

মৃত্যুকালে দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর।



বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

** কোকোর মরদেহ আনতে মালয়েশিয়ায় শামীম ইস্কান্দার
** মালয়েশিয়ায় কোকোর জানাজা সম্পন্ন
** কফিন মসজিদে, জানাজার প্রস্তুতি
** দুপুরে কুয়ালালামপুরে কোকোর প্রথম জানাজা
** গেট খোলেনি খালেদার কার্যালয়ের, ফিরে গেলেন প্রধানমন্ত্রী (ভিডিও)
** প্রধানমন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়া লজ্জাজনক ও অমানবিক
** শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী
** শোকে বিহ্বল সন্তানহারা খালেদা
** কোকোর মরদেহ আসছে সোমবার
** আরাফাত রহমান কোকো মারা গেছেন
** শোকে বিহ্বল সন্তানহারা খালেদা
** কোকোর মৃত্যুতে সাভার-আশুলিয়া থানা বিএনপির শোক
** কোকোর মরদেহে প্রবাসীদের শেষ শ্রদ্ধা
** কোকোর মৃত্যুতে জামায়াতের শোক
** কোকোর মরদেহে প্রবাসীদের শেষ শ্রদ্ধা
** কোকোর মৃত্যুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শোক
** কোকোর মৃত্যুতে মাসুম আহমেদ তালুকদারের শোক
** কোকোর মৃত্যুতে ন্যাপ’র শোক
** কোকোর মৃত্যুতে লেবার পার্টির শোক
** কোকোর মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
** কোকোর মরদেহ আসছে সোমবার
** শোকে বিহ্বল সন্তানহারা খালেদা
** কোকোর মৃত্যুতে কর্নেল অলির শোক
** খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার
** শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী
** কোকোর মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
** কোকোর মৃত্যুতে ইসলামিক পার্টির শোক
** কোকোর মৃত্যুতে আবদুল্লাহ আল নোমানের শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ