ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন মালয়েশিয়াপ্রবাসীদের

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন মালয়েশিয়াপ্রবাসীদের

মালয়েশিয়া: বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়াপ্রবাসী অরাজনৈতিক সংগঠন ‘আমরা প্রবাসী যুবসংঘ’।

এক বিবৃতিতে তারা বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের খেলোয়াড়ের সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকে অভিনন্দন জানান।



একই সঙ্গে  বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।

একইসঙ্গে দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান।

যুবসংঘ আশা প্রকাশ করে জানায়, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ দিকে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদ টুইটারে এক বার্তায় বাংলাদেশি পেসার রুবেল হোসেন সম্পর্কে বাজে মন্তব্য করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আমরা প্রবাসী যুবসংঘের পক্ষ থেকে বাংলাদেশ দলকে যারা অভিনন্দন ও পাকিস্তানি ক্রিকেটার জামসেদকে নিন্দা জানিয়েছেন, তারা হলেন- আমরা প্রবাসী যুব সংঘ’র সভাপতি হারুন অর রশিদ মিয়াজীর, সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সহসভাপতি ফিরোজ খান, যুগ্ম সম্পাদক সমীর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক নাসির, প্রচার সম্পাদক রানা, সহপ্রচার সম্পাদক শামিম, সাংস্কৃতিক সম্পাদক পলাশসহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহপরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন, সহপ্রচার সম্পাদক বাদল কারার, কোষাধ্যক্ষ মাসুমসহ আমরা প্রবাসী যুবসংঘের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ