ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

আ’লীগের বুকিত বিনতাং শাখার কমিটি ঘোষণা

কায়সার হামিদ হান্নান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ৫, ২০১৫
আ’লীগের বুকিত বিনতাং শাখার কমিটি ঘোষণা

মালয়েশিয়া থেকে: মালয়েশিয়া আওয়ামী লীগের বুকিত বিনতাং শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৩ জুন) বুকিত বিনতাংয়ের ইস্তানা হোটেলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।



সম্মেলনে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল বুকিত বিনতাং শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মতিন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে বিকাশ কুমারের নাম ঘোষণা করেন।

এ সময় তাদের হাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান তুলে দেন মকবুল হোসেন।  

৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির বাকি নাম ঘোষণা করেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রাশেদ বাদল।

নাম ঘোষণা শেষে নতুন কমিটির সবার মধ্যে সমন্বয় রেখে দলকে সুসংহত করার আহ্বান জানান মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মতিন মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হাসান আলী, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুর রউফ মুক্তার, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রাশেদ বাদল, শাখাওয়াত হক জোসেফ, শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল বিন রানা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, শাহাদত হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ছিলেন শওকত আলি তিনু, প্রদীপ কুমার বিশ্বাস, সাখাওয়াত হোসেনসহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ উদ্দিন মিরান।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসএন/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ