ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও এয়ার এশিয়ার ফ্লাইট

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও এয়ার এশিয়ার ফ্লাইট

মালয়েশিয়া: শুক্রবার (১৯ জুন) হতে আনুষ্ঠানিকভাবে ঢাকা-কুয়ালালামপুর রুটে এয়ার এশিয়ার ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বাংলাদেশের বাজারে প্রভাব বিস্তারের জন্য এয়ার এশিয়ার এটি দ্বিতীয় যাত্রা।



২০০৯ সালে এয়ারলাইনসটি বাংলাদেশে তাদের ফ্লাইট চালু করলেও দুই বছর পর ২০১১ সালের ১ জুলাই তা বন্ধ হয়ে যায়। এবার আবারও নতুন আঙ্গিকে এবং বড় পরিসরে তাদের সেবা চালু হল।

এ উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ মূল্যছাড়। মাত্র ৩৯৯ রিঙ্গিতে (নয় হাজার টাকায়) পাওয়া যাবে কুয়ালালামপুর-ঢাকা ওয়ানওয়ে টিকেট এবং সঙ্গে নেওয়া যাবে ৩০ কেজি ওজনের মালামাল। এর জন্য বুকিং করা যাবে ২৮ জুন পর্যন্ত ।

ফ্লাইট ছাড়বে প্রতিদিন কুয়ালালামপুর থেকে রাত ৯টা ৫৫ মিনিট এবং ঢাকা থেকে ছাড়বে প্রতিদিন রাত ১২টা ২৫ মিনিটে।

বুকিং করা যাবে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিভিন্ন এজেন্ট থেকে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ