ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতির ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের সান্দার ইন হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক লায়ন ফিরোজুর রহমান।



শাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়ীয়া সমিতির সভাপতি ও মালয়েশিয়া শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম বাবুল।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে আপনাদের এই একতা আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’র স্পন্সর ডিরেক্টর ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ফিরোজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ন আহ্বায়ক ওহিদুর রহমান অহিদ, মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মঞ্জু।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতির সহ সভাপতি রায়হান রাজু, শরিফ আহমেদ রাজা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক এমডি রুবেল, সাংগঠনিক সম্পাদক ব্রাউন সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, মিঠুসহ অনেকে।

আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজগীর আহমেদ, যুগ্ন আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, আবু হানিফ, রেজাউল হক লায়ন, শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন টবলুসহ অনেকে।

পরে সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়ীয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ