ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ফেনী সমিতির সঙ্গে এমপি শিরিনের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
মালয়েশিয়ায় ফেনী সমিতির সঙ্গে এমপি শিরিনের মতবিনিময়

মালয়েশিয়া: মালয়েশিয়া ফেনী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার।

একটি ইন্টারন্যাশনাল এনজিও কনফারেন্স যোগ দিতে বৃহস্পতিবার (৯ জুলাই) মালয়েশিয়া আসেন শিরিন আক্তার।

শুক্রবার (১০ জুলাই) কুয়ালালামপুরের রসনা বিলাস রেস্টুরেন্ট মতবিনিময় সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন ফেনী সমিতি মালয়েশিয়ার সভাপতি পেয়ার আহমেদ আকাশ, সহ-সভাপতি এ.এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মনসুর আল বাসার সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাগর, সদস্য দ্বীন মোহাম্মদ, ইমাম, নাসির, তারেক, রিপনসহ বিপুল সংখ্যক ফেনী প্রবাসী।

অনুষ্ঠানে শিরিন বলেন, মালয়েশিয়ায় সামান্য সময়ের জন্যে প্রিয় ফেনীবাসীকে কাছে পেয়ে এবং তাদের আতিথেয়তায় সত্যি আমি মুগ্ধ।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ