ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া বিএনপির ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
মালয়েশিয়া বিএনপির ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



এ ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সভাপতি শহীদুল্লাহ শহিদ বলেন, সরকারের দমন পীড়নে ভীত নয় বিএনপি। ঈদের পরেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে। এ আন্দোলনের জন্য মালয়েশিয়া প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। পবিত্র ঈদ উল ফিতরের পরেই অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে সরকার পতনের আন্দোলনে নামবে বিএনপি। সে আন্দোলন ঠেকানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই।

এ সময় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ্উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক কামাল হোসেন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মানিক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাজু দেলোয়ার, সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত সর্দার, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম অডিট, তরুণ প্রজন্মদলের সভাপতি জোসেবুল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক টিপু সুলতান, রিয়াজ, শাহিন হাওলাদার, রাওয়াং বিএনপির শাখা কমিটির সভাপতি সবুজ শিকদার, মালয়েশিয়া যুবদলের নাসির উদ্দিন, বোচাগঞ্জ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাবু, শরিয়তপুর বিএনপি নেতা ইমন হাছান, খুলনার কয়রা থানা ছাত্রদল নেতা কাজল মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ