ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থার (আসিয়ান) আঞ্চলিক ফোরামের ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বর্তমানে তিনি মালয়েশিয়া সফর করছেন।



বুধবার (৫ আগস্ট) দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।  

বৈঠক শেষে মাহমুদ আলী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্জ ব্রেন্ডে, জাপানের উপ-পররাষ্ট্র মন্ত্রী মিনরো কিউচি এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিংয়ের সঙ্গেও বৈঠক করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ