ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

ঢাকায় পৌঁছেছে রিয়েল টাইম

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ঢাকায় পৌঁছেছে রিয়েল টাইম

ঢাকা: বাংলাদেশের শ্রমিক রফতানির বিষয়ে মালয়েশিয়া সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে শনিবার (০৮ আগস্ট) রাতে। এর একদিন আগেই চলে এসেছে দেশটির ‘বিতর্কিত’ প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েল টাইমের প্রতিনিধিরা।



কোম্পানির নির্বাহী চেয়ারম্যান দাতো আবদুল হাকিম হামিদির নেতৃত্বে ৫ সদস্যের দলটি শুক্রবার (০৭ আগস্ট) দিনগত রাত ১২টা ১০ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছে।

হামিদি ছাড়াও দলটিতে রয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশি বংশোদ্ভুত দাতো আবু হানিফ বিন মো. আবুল কাশেম, দাতিন নূর ফিরজানা, অপারেশন ম্যানেজার রসলি বিন আব ঘানি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস আলী।

রিয়েল টাইম দলটি সোনারগাঁও হোটেলে অবস্থান করছে। সরকারি পর্যায়ে আলাপের আগেই শনিবার বায়রা নেতাদের সঙ্গে বৈঠক করবেন রিয়েল টাইমের নেতারা।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএন/আইএ

**  একক ব্যবসার পথে রিয়েল টাইম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ