ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় মিলেমিশে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় মিলেমিশে কাজ করার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানকারী বাংলাদেশ কমিউনিটির নেতারা।

শুক্রবার (২১ অগাস্ট) বিকেলে কুয়ালালামপুরের হোটেল পালিতায় আয়োজিত আলোচনা সভায় কমিউনিটির নেতারা এ আহ্বান জানান।



আলোচনা সভায় বক্তারা বলেন- কিছু কুচক্রিমহল নিজেদের স্বার্থ সিদ্ধীর জন্য সদ্য খুলে যাওয়া মালয়েশিয়ায় শ্রমবাজার নষ্টের ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।

কমিউনিটি নেতারা আরো বলেন, কোনো সিন্ডিকেট নয় কম খরচে কিভাবে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ লোক নেবে। গত মঙ্গলবার তাদের কেবিনেটে এটির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তবে সব রকম ষড়যন্ত্র প্রতিহত করে সুষ্ঠুভাবে মালেশিয়ায় শ্রমিক আমদানি করবেন বলে আশাবাদী কমিউনিটির নেতারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শওকত হোসেন পান্না, শাহীন সর্দার, মালয়েশিয়া বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল,  বিএনপি নেতা তালহা মাহমুদ, দেলোওয়ার হোসেন মজনু, মো. হাবিবুর রহমান, দাতু আলম মজুমদার, দাতু কালাম, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মতিউর রহমান, মঞ্জু খাঁ, সাখাওয়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ