ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া প্রবাসী মুক্তিযোদ্ধা রফিকের জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
মালয়েশিয়া প্রবাসী মুক্তিযোদ্ধা রফিকের জানাজা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ায় মুক্তিযোদ্ধা রফিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর আম্পাং জালান দামাই পুরাতন বাংলাদেশ দূতাবাস মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



জানাজায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শহীদুল  ইসলাম, ফার্স্ট সেক্রেটারি এম এসকে শাহীন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোওয়ার হোসেন মজনু,আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, বিএনপি নেতা তালহা মাহমুদ, মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. পিয়ার আহমেদ আকাশ, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক মো. তাজকির আহমেদসহ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ