ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

কাজী জাফরের মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
কাজী জাফরের মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির শোক

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি মালয়েশিয়া শাখা।

শনিবার (২৯ আগস্ট) বিএনপির মালয়েশিয়া শাখার আহবায়ক মাহবুব আলম শাহ’র পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।



বার্তায় মাহবুব আলম শাহ বলেন, বাংলাদেশের রাজনীতিতে কাজী জাফর আহমদের ভূমিকা অপরিসীম। দেশের খ্যাতিমান এই রাজনীতিবিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বর্তমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে তার মতো মানুষের বিদায় অপূরণীয় ক্ষতি।

বার্তায় কাজী জাফরের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কাজী জাফর ‍আহমদ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ