ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

জিয়া পরিবারের পাশে আছে মালয়েশিয়া বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জিয়া পরিবারের পাশে আছে মালয়েশিয়া বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: বর্তমান সরকারের নানা ‘ষড়যন্ত্রের’ শিকার জিয়া পরিবারের পাশে সব সময় ছায়ার মত থাকবে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠন।

রোববার (১৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের হোটেল পাল-ইন এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ অঙ্গীকার করেন।

আলোচনা সভাটির আয়োজন করে যুবদল মালয়েশিয়া শাখা।

মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের পরিচালনায় এবং সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক মাহবুব আলম শাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সদস্য সচিব মোশাররফ হোসেন, মির্জা সালাউদ্দিন, মঞ্জু খান, মোহাম্মদ ইউনুস আলী, সাখায়াত হোসেন, যুবদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, হাসিবুল হোসেন শান্ত, শাহজালাল পন্ডিত, এনায়েত উল্লাহ মমিন, মারুফ শিকদার, আমিনুল ইসলাম রতন, শামিম রেজা প্রমুখ।

আলোচনা সভা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ