ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুর থেকে মফিজুল সাদিক

চলছে রেড টি শার্ট র‌্যালি, বাংলাদেশি সাবধান

মফিজুল সাদিক ও কায়সার হামিদ হান্নান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
চলছে রেড টি শার্ট র‌্যালি, বাংলাদেশি সাবধান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Mofizul_sadikমারদেকা স্কয়ার (কুয়ালামপুর) থেকে:  মালয়, চীন, ভারতীয়সহ নানা জনগোষ্ঠীর সমন্বয়েই মালয়েশিয়া। সব ধর্ম ও বর্ণের মানুষ এক হয়ে মালয়েশিয়াকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে পালন করছে সাতু মালয়েশিয়া।


 
১৬ সেপ্টেম্বর (বুধবার) ঘটা করে সাতু মালয়েশিয়া ডে পালন করা হচ্ছে। সাতু মালয়েশিয়ার অর্থ হচ্ছে এক মালয়েশিয়া। তবে এবারের সাতু মালয়েশিয়া একটু ভিন্নভাবে পালিত হচ্ছে কুয়ালালামপুরে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক সমর্থক গোষ্ঠী মালায়ু লিখা সম্বলিত লাল টি শার্ট পরে দাপিয়ে বেড়াচ্ছে পুরো কুয়ালালামপুর। নানা বাঁশির সুর তুলে খণ্ড খণ্ড ৠালি  নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে লাল টি শার্ট ধারীরা।
 
তাই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কুয়ালালামপুরে। বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রেড টি শার্ট ৠালি নিয়ে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যেই পুলিশের ব্যাপক উপস্থিতি।
 
এর আগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হলুদ টি শার্ট পরে বিক্ষোভ হয়েছিল। প্রধানমন্ত্রী  ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পাল্টা জবাব ও নাজিবেরও মালয়েশিয়াতে যে কম সমর্থক নেই তা প্রমাণের জন্য লাল টি শার্ট পরে ব্যাপক শো ডাউন হচ্ছে।

মালয়েশিয়া ডে (হারি মালয়েশিয়া)। এ দিন সারা মালয়েশিয়ায় সরকারি ছুটি। গত কয়েক বছর ধরে চালু হওয়া এ দিবসটি এবারও জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দের সাথে পালন হচ্ছে মালয়েশিয়ায়।
 
তবে এবার এই জাতীয় দিবস ‘হারি মালয়েশিয়া’র দিনে আগে থেকে ৠালি করার ঘোষণা দিয়েছিলো মালায়ুদের ২৫০টি এনজিও-এর একটি জোট।
 
কুয়ালালামপুরের চায়নাটাউন, বুকিত বিনতাং ও মারদেকা স্কয়ারে ‘রেড টি-শার্ট ৠালি হচ্ছে।
 
ৠালির প্রধান সংগঠক জামাল মোহাম্মদ ইউসুফ এর বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বলছে, এই র‍্যালিতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী সবাই মালায়ু। তবে পরে র‍্যালিতে আগ্রহী চাইনিজ ও তামিলদের অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।
 
র‍্যালিতে অংশগ্রহণকারী মালায়ূদের গায়ে লাল টি-শার্ট। এটিকে বলা হচ্ছে ‘রেড টি-শার্ট র‍্যালি। ’ লাল টি শার্ট ও বাঁশি বাজিয়ে সাতু মালয়েশিয়া ডে পালন করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ১৬ সেপ্টেম্বর বুধবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের লাল টি-শার্ট বা লাল জামা গায়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা।
 
বিশেষ করে কুয়ালালামপুরের বুকিত বিনতাং ও চায়নাটাউন এলাকায় বাংলাদেশিরা ওই দিন অযথা য‍াতে ঘোরাঘুরি না করে সে পরামর্শ দেওয়া হয়েছে।
 
সকাল ৯টায় শুরু হওয়া লাল টি শার্ট র‌্যালি দিনভর চলবে।
 
বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআইএস/জেডএম

** কৃষিক্ষেতে স্বাস্থ্যঝুঁকিতে বাংলাদেশি শ্রমিক!
** কবর দেয়া ও কাপড় পরা শিখছে ওরা!
** কোরবানির গরু বছরে একবারই খোঁয়াড়ে আসে
** সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথে সঙ্গী মেঘদল
** ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় হোটেল মার্কে ৩০ শতাংশ ছাড়
** এয়ার এশিয়ায় কম খরচে মালয়েশিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ