ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার জহুর বারুতে প্রবাসীদের ঈদ উদযাপন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
মালয়েশিয়ার জহুর বারুতে প্রবাসীদের ঈদ উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়া জহুর বারুতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় তামান মনুস্তিন বাংলা মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রবাসীদের উপস্থিতিতে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন, বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হান্নান পাঠান।

জামাতে অংশ নেন, বাংলাদেশি কমিউনিটি অব জহুর মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এম জে আলম, সহ-সভাপতি জাকির হোসেন, মো. বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম রবিন, প্রচার সম্পাদক রুহুল আল আমিন, মো, শাহীন আহমেদসহ সকল ধর্মপ্রাণ প্রবাসীরা মুসলমান।

নামাজ শেষে সমগ্র মানব জাতি ও মুসলিম উম্মাহর স‍ুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ