ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জহুরবারু চাইনিজ চেম্বার

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জহুরবারু চাইনিজ চেম্বার

জোহর বারু (মালয়েশিয়া) থেকে ফিরে: বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার জোহর বারু  চাইনিজ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ।  

স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) জোহর বারু চেম্বার কনফারেন্স হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ আগ্রহ প্রকাশ করেন ব্যবসায়ীরা।



চেম্বারের সভাপতি দাতো লো লিয়াম হিয়াং এর সভাপতিত্বে আলোচনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধাদি তুলে ধরেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) ধনঞ্জয় কুমার দাশ।

উন্মুক্ত আলোচনা পর্বে চেম্বার সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন প্রথম সচিব।

তিনি তাদের বাংলাদেশে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেন। এসময় নিজেদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের আশ্বাস দেন চেম্বার সভাপতি।

সভায় বাংলাদেশে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি তুলে ধরা হলে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি পণ্যের গুণগত মান, প্রতিযোগিতামূলক মূল্য ইত্যাদি বিবেচনায় আমদানি বৃদ্ধি, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ