ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার সিনেমা হলে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মালয়েশিয়ার সিনেমা হলে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’

মালয়েশিয়া: এই প্রথমবারের মতো মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের ১৮টি ফাইভ স্টার মানের সিনেপ্লেক্সে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’।

শাহিন সুমন পরিচালিত বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে যাওয়া এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।



রোববার (০৪ অক্টোবর) মালয়েশিয়ার অভিজাত এলাকা বলে পরিচিত বুকিত বিনতাং এর রসনা বিলাস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এ চলচ্চিত্রটি মুক্তির মধ্য দিয়েই মালয়েশিয়াতে নিয়মিতভাবে শুরু হলো বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন। এখন থেকে নিয়মিত মালয়েশিয়ার সিনেমা হলগুলোতে দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ