ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

কামালকে দেখতে হাসপাতালে মালয়েশিয়া আওয়ামী পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কামালকে দেখতে হাসপাতালে মালয়েশিয়া আওয়ামী পরিবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা কামারুজ্জামান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলীয় নেতাকর্মীরা।

তার অসুস্থতার খবর শুনে সোমবার (০৫ অক্টোবর) কুয়ালালামপুরের তাওক্কাল হাসপাতালে ছুটে যান মালয়েশিয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।



এসময় মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, জসিম চৌধুরী, জাকারিয়া, আব্দুল করিম, দাতু কালাম, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ ও মোখলেসুর রহমান, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ, আহ্বায়ক কমিটির সদস্য ও মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুবলীগের সদস্য ও গোপালগঞ্জ জেলা সমিতির প্রচার সম্পাদক আল আমিন ডলার ও আব্দুল হাকিম ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান ও সাইদুর রহমান, মালয়েশিয়া শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার ও মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ