ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মালয়েশিয়া আইজিপির বৈঠক

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মালয়েশিয়া আইজিপির বৈঠক ছবি: সংগৃহীত

মালয়েশিয়া: বাংলাদেশের রাষ্ট্রদূত  মো. শহীদুল ইসলাম মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তান শ্রী খালিদ আবু বকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বুকিত আমানে পুলিশ সদর দফতরে তারা বৈঠক করেন।



শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় পুলিশের পক্ষ থেকে সহযোগিতা আহ্বান জানানো হয়।

তিনি জানান, মালয়েশিয়া আইজিপি বাংলাদেশিদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশি শ্রমিকের ভূয়সী প্রসংসাও করেন তিনি। আইজিপি বাংলাদেশকে মালয়েশিয়ার বন্ধু রাষ্ট্র বলে অভিহিত করেন।

এসময়  বাংলাদেশের রাষ্ট্রদূতকে মালয়েশিয়া পুলিশের লোগোখচিত একটি ক্রেস্ট উপহার দেন আইজিপি খালিদ আবু বকর।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের সচিব দাতো হাজী রামলী, সেক্রেটারি পুলিশ আলহাজ দিন, লেবার কনসুলার ছায়েদুল ইসলাম মুকুল, বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স এডভাইজার শেখ আরিফ মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ