ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় সিম্ফনির ডিলার কনফারেন্স

মালয়েশিয়া-সিঙ্গাপুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মালয়েশিয়ায় সিম্ফনির ডিলার কনফারেন্স

ঢাকা: দেশের অন্যতম হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের ডিলার কনফারেন্স মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি ডিলারদের নিয়ে ‘ডিলার কনফারেন্স-২০১৫ এর আয়োজন করেছে সিম্ফনি। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ১১০ জন ডিলার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদ।

কোম্পানির ক্রমাগত উন্নতির জন্য ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সিম্ফনি যে এখন বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড তার পেছনে ডিলারদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানের শেষে ডিলারদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। এবার বেস্ট ডিলারের অ্যাওয়ার্ড পেয়েছে ‘ওয়ান টেলিকম’।

অনুষ্ঠানে সিম্ফনির এমডি জাকারিয়া শহীদ, সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, হেড অব মার্কেটিং আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ