ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুরে অফিস খুললো ফেসবুক

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৫, ২০১৬
কুয়ালালামপুরে অফিস খুললো ফেসবুক

কুয়ালালামপুর: সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক এবার অফিস খুললো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।

কুয়ালালামপুরের কে এল সেন্ট্রাল এলাকায় বৃহস্পতিবার (০৫ মে) থেকে ফেসবুক অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে সরাসরি মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্ট করা হয়েছে।

জরিপে দেখা যায়, মালয়েশিয়ায় বিভিন্ন ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করেন। এ ধরনের ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য স্থানীয় অফিস কাজ করবে।

বর্তমানে প্রায় ১৮ লাখ মালয়েশিয়ান ফেসবুক ব্যবহার করছেন।

গত মাসে ফিলিপাইনের পর এবার মালয়েশিয়ায় খোলা হলো ফেসবুকের অফিস।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ