ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাংয়ে ৩৩ বাংলাদেশি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
মালয়েশিয়ার পেনাংয়ে ৩৩ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর: মালয়েশিয়ার পেনাংয়ের একটি শপিং মলের পারিবারিক বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৩৪ অভিবাসীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩৩ জনই বাংলাদেশি।

পেনাং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ সহকারী পরিচালক ফাইরুজ ইসমাইল বলেন, মঙ্গলবার (০২ আগস্ট) রাত সাড়ে আটটায় ওই অভিযানে সেবেরাং পেরাই মিউনিসিপ্যাল কাউন্সিলও (এমপিএসপি) অভিযানে অংশ নেয়।

তিনি বলেন, আটকদের মধ্যে ৩৩ জনই বাংলাদেশি এবং একজন নেপালি। এদের সবারই বয়স ২৫ থেকে ৪০ এর মধ্যে। তাদের কাছে কোনো পরিচয়পত্র বা নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও তাদের অনেকেই সোশ্যাল ভিজিট পাসে এসে থেকে গেছেন। যা অপরাধ।

ওই পারিবারিক বিনোদন কেন্দ্রটিতে কারোকে, কাল্পনিক যন্ত্র, স্নুকার, ক্যাফে, ছোট বার এবং রেস্টুরেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ