ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো মালয়েশিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো মালয়েশিয়া

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা সিস্টেম চালু করেছে মালয়েশিয়া সরকার।

মঙ্গলবার (১৬ অগাস্ট) এ ভিসা চালু করে দেশটি।

বাংলাদেশি নাগরিকরা ঘরে বসে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ই-ভিসায় আবেদনকারীকে ৩০ দিনের ভ্রমণ ভিসা দেওয়া হবে। ভিসা আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইট থেকে সাইন আপ করতে হবে।

ই-ভিসার আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের প্রথম পাতার স্ক্যান কপি, রিটার্ন টিকেট, ভ্রমণের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি) এবং জন্মসনদ প্রয়োজন হবে।

আদেন প্রক্রিয়া শেষে প্রাপ্ত ভিসা কনস্যুলেট অফিসার কর্তৃক অনুমোদন করতে হবে। ভিসা অনুমোদন হলে তা প্রিন্ট করে ইমিগ্রেশনে প্রদর্শন করতে হবে।

ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনে ডাকা হতে পারে মালয়েশিয়া দূতাবাসে।

বাংলাদেশি ছাড়াও বাংলাদেশে অবস্থানরত চীনা ও ভারতীয় নাগরিকরাও ই-ভিসায় আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.windowmalaysia.my/evisa/evisa.jsp ওয়েব সাইটে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ