ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১ সেপ্টেম্বর থেকে ট্যুরিজম ট্যাক্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
মালয়েশিয়ায় ১ সেপ্টেম্বর থেকে ট্যুরিজম ট্যাক্স কুয়ালালামপুরের হোটেল।

ঢাকা: সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ট্যুরিজম ট্যাক্স কার্যকর হচ্ছে মালয়েশিয়ায়। মঙ্গলবার (৮ আগস্ট) দেশটির পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ নাজরি বিন আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের এই ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হলেও বিদেশি পর্যটকদের যে কোনো ধরনের আবাসনে প্রতি রাতে কক্ষ প্রতি ১০ মালয়েশিয়ান রিঙ্গিত ( ১ রিঙ্গিতে ১৮ টাকা) ট্যুরিজম ট্যাক্স পরিশোধ করতে হবে। তবে রেজিস্টার্ড হোম বা কামপুং (গ্রাম)  প্রাঙ্গণ প্রশিক্ষণ, জনকল্যাণ ‍বা অবাণিজ্যিক ব্যবহারে ক্ষেত্রে ৪ কক্ষের নিচে এই ট্যাক্স দিতে হবে না।

নতুন এ ট্যাক্স আরোপের ফলে পর্যটন খাত থেকে প্রতি বছর ২১০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছে মালয়েশিয়ার সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ