ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

ধর্ষকের বয়স ৮২ ধর্ষিতার ১৩!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ধর্ষকের বয়স ৮২ ধর্ষিতার ১৩! আত্মসমর্পণের পর পুলিশ স্টেশনে অভিযুক্ত।

ঢাকা: ৮২ বছর বয়সী এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মালয়েশিয়ান বোর্নিওর সারাওয়াক রাজ্যের মিরি শহরে।

মিরি জেলা পুলিশ প্রধান এসিপি লিঙ মেঙ শেহ জানান, খ্যাতনামা ওই ব্যবসায়ী বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজেই পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করেন।

তিনি বলেন, পুলিশ খুঁজছে জানার পর ওই ব্যবসায়ী নিজেই পুলিশ স্টেশনে চলে আসেন।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ধর্ষিতার মা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, স্থানীয় এক স্কুলের ওই ছাত্রী গত ১০ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর ১৮ সেপ্টেম্বর বাড়িতে ফিরে আসে।

ধর্ষিতাকে চেক আপ এর জন্য  মেডিকেল সেন্টারে পাঠিয়ে ধর্ষণের অভিযোগ তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ