ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী রাখলে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী রাখলে ব্যবস্থা তুক সেরি মুস্তাফার আলী

ঢাকা: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের থাকার জায়গা দিয়ে ব্যবসা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

সম্প্রতি অবৈধ অভিবাসী রাখার ব্যবসার সঙ্গে জড়িত ২৮ জন বাংলাদেশিকে আটক করার প্রেক্ষিতে রোববার (মার্চ ১১) সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক।

মুস্তাফার আলী বলেন, ইমিগ্রেশন বিভাগ এ অবৈধ ব্যবসা বন্ধ করতে কোম্পানিজ কমিশন অব মালয়েশিয়া, দ্য মিনিস্ট্রি অব ডোমেস্টিক ট্রেড, কো-অপারেটিভ অ্যান্ড কনজ্যুমারিজম, ইনল্যান্ড রেভিনিউ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

যেসব শ্রমিক অবৈধভাবে মালয়েশিয়ায় থাকবেন, তাদের ও তাদের মালিককে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে জানিয়ে মুস্তাফার আলী বলেন, যারা এইভাবে বিদেশি শ্রমিক নিয়ে আসবে তাদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ এর অধীনে বিচারের মুখোমুখি করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ