ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কার্যক্রম স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কার্যক্রম স্থগিত মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

ঢাকা: বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে মালয়েশিয়‍া। মানবসম্পদ পাচারের অভিযোগের মুখে থাকা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, একটি চক্র মালয়েশিয়া সরকারের শীর্ষ মহলের যোগসাজশের মাধ্যমে বাংলাদেশে এজেন্ট অনুমোদন দিয়ে একচেটিয়াভাবে মানবসম্পদ নিয়ে যাচ্ছিলো। এ চক্রের নেতৃত্বে প্রবাসী এক বাংলাদেশির নাম এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ডিকেট গড়ে তুলে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে চক্রটি। ২০১৬ সাল থেকে এ যাবৎ এক লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গেছেন এবং অপেক্ষায় রয়েছে আরো একলাখ।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ