ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে পুলিশ বক্সের সামনে পড়েছিল অচেতন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
গুলিস্তানে পুলিশ বক্সের সামনে পড়েছিল অচেতন যুবক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের রাস্তা থেকে অচেতন কাঞ্চন (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

পল্টন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রেহান উদ্দিন জানান, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন ওই যু্বক। তখন স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পাকস্থলী পরিষ্কার করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

তিনি জানান, ওই যুবকের বাড়ি বরিশালের গৌরনদীতে। বর্তমানে গাজীপুরের টঙ্গীতে থাকেন। পেশায় পোশাক শ্রমিক। তার কাছ থেকে কী খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি পুরোপুরি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।