ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুকুরকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ল বাইক, দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
কুকুরকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ল বাইক, দুই আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ।

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাইল পূর্ব মল্লিকপুর কলেজ সংলগ্ন তেরো মাইল হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাওলাদারপাড়ার মৃত সামছাদ আলীর ছেলে শাহীন মিয়া (৪০) ও একই উপজেলার সাহেদপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে শহীদ (৩৮)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক স্থানীয়দের বরাতে বলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শাহীন মিয়া ও শহীদ। পথে তেরো মাইল এলাকার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে আসলে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন ওই দু'জন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।