ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে পাথর তুলতে গিয়ে স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
নদীতে পাথর তুলতে গিয়ে স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে নুড়ি পাথর তুলতে গিয়ে স্ট্রোক করে শরিফুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি এলাকার আবদার মোড় নামক স্থানে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। তিনি পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন।

দেবনগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম বাংলানিউজকে পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নদীর পানিতে নুড়ি পাথর তুলতে ডুব দিতে গেলে স্ট্রোক করে শরিফুল। এ সময় পানিতে লাফালাফি শুরু করলে, পাশে থাকা তার বড় ভাই রহিমসহ অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।