ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের এমডি হলেন শফিউল, বিজেএমসির চেয়ারম্যান রাহাত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বিমানের এমডি হলেন শফিউল, বিজেএমসির চেয়ারম্যান রাহাত শফিউল আজিম ও মো. জাহিদ হোসেন (বাঁ থেকে)

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম।  

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিমানের এমডি মো. জাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। গত ১৩ জুলাই মো. জাহিদ হোসেনকে বিমানের এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।


বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমআইএইচ /এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।