ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ( ৭ ডিসেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে।

সে কারণে মার্কিন নাগরিকদের সমাবেশের আশেপাশের এলাকা ও বিক্ষোভ এড়িয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।  

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। এই সমাবেশ প্রতিরোধে আওয়ামী লীগের কর্মীরাও মাঠে নেমেছে। বিএনপি চাচ্ছে রাজধানীর নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। তবে ক্ষমতাসীন আ.লীগ চাইছে সোহরাওয়ার্দীর মাঠে সমাবেশ করুক বিএনপি। কিন্তু নিজেদের দাবিতে এখনও অনড় বিএনপি।

এদিকে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় প্রবেশ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে আ.লীগ সরকার। বুধবার দুপুরে নয়া ল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।  এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক নেতাকর্মী। বহু নেতাকর্মীদের আটকের খবরও পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।